আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানের মায়ের ইন্তেকাল, রাষ্ট্রপতির শোক

প্রতিনিধি আলোয়ার হোসেন নান্নু

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের রত্নগর্ভা মা সমাজসেবী মায়মুনা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় ৬ষ্ঠ ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি সাত ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার (৩০) সকালে মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের বাড়িতে মরহুমার লাশ নিয়ে যাওয়ার পর বাদ জোহর স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category