প্রতিনিধি সাদেক মিয়া: কিশোরগঞ্জে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ীকে আটক ও জুয়া খেলার সরঞ্জাম, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের সময় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া আহেদল বিল এলাকাস্থ জনৈক বেলাল মেম্বারের ফিমারীর পাড়ে দোচালা টিনের ঘর হতে জুয়া খেলারত অবস্থায় কিশোরগঞ্জ সদর উপজেলার ধনাই গ্রামের মৃত গোপাল পালের পুত্র সুমন পাল (৩৮), একই গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র মোঃ আবু সাঈদ (৪৫), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ ইউনুছ আলী (৫০) ও একই জেলার নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের মৃত আব্দুল ছোবাহানের পুত্র মোঃ আব্দুল আলী (৫৫) কে আটক করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ল্যাফ. এম. শোভন খান জানান, মঙ্গলবার গভীর রাতে তারা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া আহেদল বিল এলাকাস্থ জনৈক বেলাল মেম্বারের ফিমারীর পাড়ে দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার নগদ ২০ হাজার টাকা, ১০টি নন পয়েন্টেড ডার্টস, ৫টি কাঠের টুকরা, ১টি ওয়ান টু টেন প্যানা এবং ৪টি মোবাইলসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply