আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভটভটিতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি আকিল উদ্দিন: কিশোরগঞ্জের ইটনায় ভটভটিতে লোক ওঠানো নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদল মিয়া (৪০) এবং শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার স্থানীয় টেম্পোস্ট্যান্ডে ভটভটিতে লোক ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। রাতে স্থানীয় আমিরগঞ্জ বাজারে দুই পক্ষ এসব নিয়ে সালিসে বসে। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউরকে মারধর করে শান্তিপুরের লোকজন। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৪০ জনকে কিশোরগঞ্জ সদর, ইটনা, হবিগঞ্জ  হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category