কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ
আব্দুর রহিম চাঞ্চল্যকর বদিউর রহমান হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড ও ৫ জনকে
যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। তাছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা
হয়েছে।আজ রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ২০১৩ সনের ২৭
জুলাই করিমগঞ্জ থানার নোয়বাদ ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামে জমি নিয়ে
বিরোধের জের হিসেবে আসামীরা বদিউর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে
তার পুত্র গোলাপ মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। সাক্ষ্যজেরা শেষে
আসামী আঃ ছাত্তারকে দন্ড বিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড ও ১ লাখ
টাকা জরিমানা প্রদান করেন। আসামী পলাতক থাকায় যেদিন তিনি গ্রেফতার
হবেন অথবা আদালত আত্ম সমর্পন করবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে। অপর
আসামী আবু তাহের, নূরুল ইসলাম, আনোয়ার হোসেন, তবারক হোসেন ও মেনু
মিয়াকে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও
১ লাখ টাকা জরিমানা করা হয়।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি জীবন কুমার রায় ও আসামী পক্ষে ছিলেন
এ্যাড. অশোক সরকার।
Leave a Reply