কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মানিক মিয়া
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে বসন্ত উৎসবের আয়োজন করে। আজ বুধবার এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আল আমিন, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। পরে শিল্পীরা বসন্তকে বরণ করে সংগীত পরিবেশন করেন।
Leave a Reply