কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের মাত্র চার দিন আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল গণি ঢালী লিমন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শফিকুল গণি ঢালী লিমন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি বলেন, আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে দলীয় শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির অনুরোধে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীককে সমর্থন করলাম।
১৬ জানুয়ারি অনুষ্ঠেয় কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রার্থী। একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন শফিকুল গণি ঢালী লিমন।যা নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন।
Leave a Reply