বিশেষ প্রতিনিধি: মোঃ মানিক মিয়া, কিশোরগঞ্জে হাওর অঞ্চলবাসীর কেন্দ্রীয় ইউনিট ও পরিবেশ রক্ষা মঞ্চ পরম এর যৌথ আয়োজনে নদী, হাওর ও পরিবেশ বিষয়ক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মৃতপ্রায় নরসুন্দা নদী পুনরুদ্ধার : জনপ্রত্যাশা ও বাস্তবতা এবং হাওর অঞ্চলের চলমান ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষাকে প্রতিপাদ্য বিষয় করে ৭ ফেব্রুয়ারী শুক্রবার, পৌর মহিলা মহাবিদ্যালয়ে সকাল ১০ টা হতে দিনব্যাপী এই কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪-আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। দিনব্যাপী কারিগরি সেমিনার অধিবেশনে, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খালেকুজ্জামান, অনুপম মাহমুদ, ড. সৈয়দ আলী আযহার, সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, কাস্মির রেজা ও অধ্যাপক মোতাহার হোসেন।প্রশ্নোত্তর পর্বে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর আব্দুল গনি মিয়া, বিএমএর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, বিশিষ্ট সাংবাদিক আহমেদ ফরিদ, শিল্পী আবুল কালাম, নাট্যব্যক্তিত্ব হারুন-আল-রশিদ, পরিবেশ রক্ষা মঞ্চের সদস্য প্রদীপ কুমার বর্মন, সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জল, হোসেনপুর উপজেলা, তানজিনা নাজনিন ও আবু শামস মজুমদার সহ জেলার তেরটি উপজেলা হতে আগত বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
Leave a Reply