মানিক মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ভূমিকম্প, অগ্নিকান্ড, বজ্রপাত, ঘূর্ণিঝড় ও বন্যাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ সম্পর্কে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পপি সৌহার্দ এনজিও যৌথ উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।এ সময় গুরুদয়াল সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক এ.এস.এম নজরুল ইসলাম মজুমদার, অধ্যাপক মোঃ আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক মোঃ আজাহরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ শাহজাহান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ মোকররম হোসেন ও ফায়াল সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মহড়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply