আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে দুই ইয়াবা ব্যাবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধি : মোঃ সাদেক, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মনিপুরঘাট এলাকা হতে র‍্যাবের অভিযানে ৪০(চল্লিশ)পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ (দুই) জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে -১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ। মাদককে নির্মুলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি সোমবার সাড়েবারোটায় কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাট এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ মোজাদ্দেদুল ইসলাম নিকসন (৩৫) ও মোঃ জাকির হোসেন(৩১)কে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে কিশোরগঞ্জ র‍্যাব। আসামীরা কিশোরগঞ্জ সদরের উকিলপাড়া(জামেয়া রোড) এলাকার মোঃ গোলাম কিবরিয়া ভুঁইয়ার ছেলে মোঃ মোজাদ্দেদুল ইসলাম নিকসন (৩৫) ও মহিনন্দ কলাপাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মোঃ জাকির হোসেন(৩১)। কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category