প্রতিনিধি জুয়েল পাঠান: তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্টপোষকতা প্রতিরোধ এবং ব্যবহার রোধে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
নাটাব কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
সভার শুরুতে প্রতিপাদ্য বিষয়ের উপর সূচনা বক্তব্য দেন নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ।এছাড়া প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বিশদ আলোকপাত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধের গবেষক ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।
এ সময় সহকারী জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক, জেলা নাটাব এর সহ-সভাপতি সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার, এর ফিল্ড অফিসার আমিরুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় তামাকজাত দ্রব্যের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেট বিক্রয় নিষিদ্ধ করাসহ তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্টপোষকতা প্রতিরোধ এবং ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply