কিশোরগঞ্জ প্রতিনিধি : মোঃ মানিক মিয়া, কিশোরগঞ্জ সদরের চলমান দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মামলা ও নিরপওার চেয়ে থানায় অভিযোগ করেন এক শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী তানজিনা আক্তার (১৬) নোহার নান্দলা আলিয়া মাদ্রাসার ২০২০সালের দাখিল পরীক্ষার্থী। ঐ শিক্ষার্থী সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর গ্রামের বাসিন্দা মোঃ আঃগণি’র মেয়ে। গতকাল ৭ ফেব্রুয়ারি রাতে নিজ গৃহে পাঠরত অবস্থায় একই এলাকার জসিমউদদীনের ছেলে অটোচালক মাসুম (২৪) ধর্ষনের চেষ্টা করে। পরে বাড়ির লোকজন জানতে পারলে সে পালিয়ে যায়। কিশোরঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply