প্রতিনিধি নুরুজ্জামান: শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় করণীয় নির্ধারণ এবং বৃহৎ জনসমাবেশ পরিহার করার লক্ষ্যে কিশোরগঞ্জে আলেম-ওলামাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হাবেজ আহমেদ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামছুল ইসলাম খান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
এতে জেলার শীর্ষ আলেম-ওলামাগণ উপস্থিত থেকে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় করণীয় সম্পর্কে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
Leave a Reply