প্রতিনিধি নুরুজ্জামান: কিশোরগঞ্জে অনুমোদন ছাড়া কোন অবৈধ ক্লিনিক ডায়গনষ্টিকস সেন্টার ওষুধের দোকান থাকবে না বলে জানিয়েছেন স্ব্স্থ্যা সচিব মো আবদুল মান্নান। তিনি আরো বলেন চিকিৎসাকে পুজি করে কেউ আর এ জেলায় অবৈধ ভাবে ব্যবসা করতে পারবে না। তিনি জেলা প্রশ্রাসক মো. সারোয়ার মোর্শেদ চৌধুরীকে বলেন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া যারা ব্যবসা করছে তাদের ক্লিনিক বা ডায়গনষ্টিকস সেন্টার অবৈধ ভাবে চালাচ্ছে সেগুলো সিলগালা করার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন আমি আমার নিজ জেলা থেকেই শুরু করতে চাই। এছাড়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসা সেবার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি গতকাল বিকেলে কিশোরগঞ্জ সার্কেট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে করোনা প্রতিরোধে সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন মজিবুর রহমান, কিশোরগঞ্জ প্রেস কাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী, সনাকের সভাপতি সাইফুল হক মোল্লা দুলু সহ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার বি এম এর সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব বাদল ও প্রশাসনের কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply