আফজালুর রহমান উজ্জল, হোসেনপুর প্রতিনিধি :চুরির পাশাপাশি বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বিকৃত ও ভেঙ্গে ফেলে দেওয়ার ঘটনাও ঘঠেছে।বুধবার (১৯ ফেব্রুয়ারী) গভীর রাতে অফিস কক্ষের তালা ভেঙ্গে এ চুরি হয়েছে বলে জানা গেছে। স্কুলের মাল্টিমিয়ার প্রজেক্টর,সাউন্ড বক্স, সুকেশ ভাংচুর, দুইটি আলমারি ভাংচুর,প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি ,প্রাক-প্রাথমিক শ্রেণীর গুরুত্বপূর্ণ উপকরণ,খেলার জার্সি ও শিশুদের খেলার উপকরণসহ জরুরি কাগজপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ।এ ঘটনায় আজ (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোছাঃ শাহানারা আক্তার শাওন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। আলামত সংগ্রহপূর্বক এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ডিজিটাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.কে শাহীন নবাব উপস্থিত ছিলেন।
Leave a Reply