বিশেষ প্রতিনিধি: মোঃ মানিক মিয়া, কিশোরগঞ্জের হোসেনপুরে চলমান এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বহিস্কৃত পরীক্ষার্থী উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। কেন্দ্র প্রধান দৈনিক জনতার শক্তি প্রতিনিধিকে জানান বহিস্কৃত পরীক্ষার্থীর নাম সুজাউদ্দিন তার রোল নাম্বার ৪১৪১২৩ সে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল। হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ওহিদুজ্জামান গণিত পরীক্ষা নকলের দায়ে পরীক্ষার্থী সুজাউদ্দিনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply