কটিয়াদীর প্রতিনিধি সুমন মিয়া: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাকে নির্যাতন করায় ভ্রাম্যমান আদালতে ছেলেকে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কৃষক আব্দুল মজিদের ছেলে শাওন (২০) তার মা গৃহিণী রিপনা খাতুনকে বিভিন্ন সময় নেশার অর্থের জন্য শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো। রবিরার সকালে নেশাগ্রস্থ অবস্থায় সে তার মাকে নির্যাতন করার এক পর্যায়ে তার মামা আব্দুল জব্বার নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে ভাগ্নে শাওন তার মামাকেও মারতে উদ্যত হয়। মা রিপনা খাতুনের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন। উপস্থিত গ্রামবাসীর স্বাক্ষী ও ভিক্টিমের শরীরে নির্যাতনের আলামতের ভিত্তিতে অভিযুক্ত শাওনকে দোষী সাব্যস্ত করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা অনুযায়ী এক বছরের সাজা প্রদান করেন।
মা রিপনা খাতুন বলেন, ‘আমার ছেলে আমাকে নেশার টাকার জন্য নিয়মিত নির্যাতন করে। তার নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় আইনের কাছে সাহায্য চেয়েছি।’
এ সময় পৌর স্যানীটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ও কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply