আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ওসির সৃজনশীলতায় বেড়েছে সেবার মান,বদলে গেছে থানার চিত্র

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ এর সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র। যোগদানের দুই মাসের মধ্যেই সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচরণ যেমন পাল্টেছে তেমনি বদলে গেছে থানার চিত্র।

থানায় সেবার মান বেড়েছে তা ছাড়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। থানার বিভিন্ন স্থাপনার সৌন্দর্য্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে পদক্ষেপ গ্রহণ করেছেন ওসি মোহাম্মাদ দাউদ।

থানা এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে লিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সহকর্মী পুলিশ সদস্যদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। ব্যক্তি হিসেবে মোহাম্মাদ দাউদ সদালাপী এবং মিষ্টভাষী। তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়া পরিলক্ষিত হয়।

থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতা ও সহকর্মীরা তার আচরণে সন্তুষ্ট। মানবিক দ্বায়িত্ব পালনের পাশাপাশি বে আইনি কর্মকান্ড বন্ধে তিনি সজাগ।যেকোন অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত তিনি।

মোহাম্মাদ দাউদ এর প্রচেষ্ঠায় পুলিশ জনগণের সেবক এই মন্ত্রে উজ্জীবিত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সকল সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category