প্রতিনিধি আবুবক্কর সাব্বি :আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গণভবনে কারাবন্দী জীবনের মতো সময় অতিবাহিত করার তুলনা করে বলেছেন, অনেকদিন পর সুযোগ পেলাম, অনেক বেশি বকবক করলাম। অনেক বেশি কথা বললাম; আর এখন একা কিন্তু আমি জেলখানার মতনই আছি। সেটাই আমার দুঃখ। ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত ছোট জেলে ছিলাম, এখন বড় জেলে আছি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, আমি নেতাকর্মীদের বলবো, আজকে অনেকদিন পর সুযোগ পেলাম, অনেক বেশি বকবক করলাম। অনেক বেশি কথা বললাম;আর এখন একা কিন্তু আমি জেল খানার মতনই আছি। সেটাই আমার দুঃখ। ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত ছোট জেলে ছিলাম এখন বড় জেলে আছি।
তারপরও কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আমি খুব খুশী হবো যদি যখনি কথা বলবো, আমাকে লিঙ্ক দেবেন; আমি যোগাযোগ করতে পারবো। কাজেই সেভাবে কথা বলতে পারবো, সাক্ষাত করতে পারবো। কারণ আসলে আওয়ামী লীগ’ই তো আমার পরিবার, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যে কথাগুলো বললাম, কথাগুলো একটু মনে রাখবেন। আর জাতির পিতার আদর্শ নিয়ে চলবেন। আর যারা সমালোচনা করেন তাদেরকেও আমি বলবো, সমালোচনায় আমাদের আপত্তি নাই। যদি একটুওভাল কাজ করি, সেটাতেও খুশী থাকবেন।যেটুকু করেছি, সেই সুযোগটা নিয়ে যে বলছেন, সেটাও একটু বলেন। আর না হলে যদি চার অ্যাবনরমাল কিছু হোক, হ্যাঁ অ্যাবনরমাল কিছু হলে তাদের সুবিধা বাড়ে, মূল্য বাড়ে। এটাও হল বাস্তব; সেটা কারা পাবে, বাংলাদেশের মানুষ পাবে না। বাংলাদেশের মানুষ পাবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এটা হল বাস্তব।
তার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা বক্তব্য রাখেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ অনেকে।
Leave a Reply