প্রতিনিধি: আফজালুর রহমান উজ্জল, জরুরি ঘোষণাঃ হোসেনপুর, কিশোরগঞ্জ ১) স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করা হলো। ২) কোন কোচিং সেন্টার চালু রাখা বা একত্রে কয়েকজনকে প্রাইভেট পড়ানোর সংবাদ পাওয়ামাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।৩) এই মুহূর্তে জনস্বার্থে সকল প্রকার জনসমাগম ( সকল পার্ক বিনোদন কেন্দ্র, ওয়াজ মাহফিল, হরিনাম কীর্তন, বিবাহ, জন্মদিনের অনুষ্ঠান বা যে কোন জমায়েত,সভা) সমাবেশ স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।৪) কেউ হাঁচি, কাশি, সর্দিজ্বরে আক্রান্ত হলে মসজিদ, মন্দির বা ধর্মীয় উপাসনালয়ে না গিয়ে বাড়িতেই প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।অনুরোধক্রমে শেখ মহি উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট৷হোসেনপুর, কিশোরগঞ্জ।
Leave a Reply