আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঈদের দিনে শনাক্ত সর্বোচ্চ ১৯৭৫, ২১ জনের মৃত্যু

জনতার ডেক্স

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জন।
একই সময়ে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫০১ জন মারা গেলেন। ২৪ ঘন্টায় মোট সংগৃহীত ১১ হাজার ৫৪১ টি নমুনার মধ্যে ৯ হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা করে এই এক হাজার ৯৭৫ জনের করোানা শনাক্ত হয়েছে।
এছাড়া ২৪ ঘন্টায় ৪৩৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩৪ জন।
ঈদুল ফিতরের দিন সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category