আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে -বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার

প্রতিনিধি আবুবক্কর সাব্বির : তেজগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার গতকাল তার তেজগাঁও কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে। কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পার হয়ে যাচ্ছে এখনও আমরা সোনার বাংলাদেশ গড়তে পারছি না। দুর্নীতিবাজ, শোষননীতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ২নং সেক্টরে খালেদ মোশারফ, মেজর হায়দার ও জাফর ইমাম-এর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ পেলাম। ৩০ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশের সর্বস্তরে ঘুষ ও দুর্নীতি চলছে। খুবই দুঃখজনক বিষয়। জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ রইল, আপনি আপনার পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে ঘুষ ও দুর্ণীতি নির্মূল করুন। প্রধানমন্ত্রীর মনিটরিং সেল থেকে ঘুষ ও দুর্নীতিবাজদের গ্রেফতার করার ব্যবস্থা করুন। আমরা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যুদ্ধ করতে প্রস্তুত আছি। স্বাধীনতার বিরোধীরা এদেশে ঘুষ ও দুর্নীতিবাজ সৃষ্টি করে যাচ্ছে। ঘুষ ও দুর্নীতিবাজ নির্মল করতে পারলে বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category