আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবসে পাকুন্দিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি সাদেক মিয়া: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ মার্চ) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বেলা ১২টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ নারী নেতৃবৃন্দ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাসহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category