আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের সম্মেলনে শতবর্ষী ইসহাক আলী

আনুয়ার হোসেন নান্নু

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ নিতে সুদূর কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন মো. ইসহাক আলী। তাঁর বয়স ১০৪ বছর। সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারেন না। তবুও পৌষের কনকনে ঠাণ্ডার মধ্যেও সকালেই চলে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের প্রথম অধিবেশন।

জানা গেছে, ইসহাক আলী কুষ্টিয়া জেলার সদর থানার আব্দালপুর ইউনিয়নের বাসিন্দা। ব্রিটিশ বিরোধী তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকা ইসহাক আলী চারবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

ইসহাক আলীর শেষ ইচ্ছা বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখা। এত বয়স নিয়েও সম্মেলনে অংশ নেওয়ায় ইসহাক আলীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্দনা।

ইসহাক আলীর ছেলে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী বলেন, আব্বা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। লাস্ট স্টেজ। তিনিও অসুখকে উপেক্ষা করে ২১তম জাতীয় সম্মেলনে এসেছেন।

ইসহাক আলীর মতো আরো অনেকেই দেশের দূরদূরান্ত থেকে আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে ঢাকায় ছুটে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category