নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে অসহায় গরীব শীতার্ত ও মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার ২৩ জানুয়ারী বেলা ১২টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল, বিন্নাটি, মারিয়া, মহিনন্দ ও মাইজখাপন ইউনিয়নের গরীব অসহায়, শীতার্ত ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ১২০০ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিস বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মাসুমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান। মানবধিকার পরিবেশ সাংবাদিক সোসা্ইটির সাধারণ সম্পাদক এস.কে শাহীন নবাব সহ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
Leave a Reply