প্রতিনিধি রিমেল ফকির : প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে। পাকিস্তানের সংসদ সদস্যের ভোটে ১৯৯ আর ১৪২ ব্যবধানে হেরেছেন ইমরান খান। এরই মাধ্যমে নিশ্চিত হচ্ছে সাবেক এই ক্রিকেট কিংবদন্তি আর ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। এর আগে দিনভর নাটকীয় পরিস্থিতিতে বন্ধ ছিলো অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণ। সারাদিন অপেক্ষার পর জানানো হয়, রাত ৮টায় অনাস্থা ভোট গ্রহণ করা হবে। পরবর্তীতে জাতীয় পরিষদ এশার নামাজের জন্য স্থগিত করা হয়েছিল।
আসাদ কাইসার বলেন, আমাদের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পক্ষে আমাদের দাঁড়ানো প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্পিকার পদে আমি থাকতে পারবো না। পদত্যাগ করবো। সমাবেশে বক্তৃতায় আসাদ কায়সার বলেন, তিনি তার পদ থেকে পদত্যাগ করছেন একই সাথে সংসদের কার্যবিবরণী প্যানেল অফ চেয়ারের সদস্য আয়াজ সাদিকের কাছে হস্তান্তর করছেন। এরপর আয়াজ সাদিক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটের প্রক্রিয়া শুরু করেন। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোটের সময় ইমরান খান প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বানি গালার উদ্দেশ্যে রওনা হন।এদিকে অনাস্থা ভোট সফলের পর পিডিএম নেতা মাও: ফজলুর রহমান সংসদে পৌছেন, এখন এ নিয়ে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন
Leave a Reply