প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা জিনারী ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত সালাম ফকিরের ছেলে নয়ন মিয়া অভিযোগ করেছে যে হোসেনপুর উপজেলা পরিষদের উত্তর পাশে রতন সাহা স্টোরের মালিক রতন সাহার নামে। মানুষের মুখে জানা যায় যে গত ০৮/১০/২০২২ ইং তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় রতন সাহার দোকানের জন্য ১০ চাকার লড়ি বোঝাই করা গাড়ী হতে রতন সাহার দোকানের কর্মচারীগণ মালামাল ওঠানে ব্যস্ত ও খামখেয়ালি পনা করছিলো। তখন রতন সাহার দোকানে কর্মচারী খামখেয়ালি পনা করে মোটা প্লাস্টিকের দড়ি ছুড়ে মারে। তখন প্লাস্টিকের দড়ি উপর সাইট থেকে আটো রিক্সা নিয়ে আসা নয়ন মিয়া গলায় পেচিয়ে যায়। তখন আটোগাড়িটি সমেত পাশে থাকা তুলার দোকানে গিয়ে এক্রিডেন্ট করে এবং নয়ন মিয়া গুরুত্বর আহত হয় ও তার আটো গাড়ীটি ভেঙ্গে চুড়মার হয়ে যায়। আরও আশে পাশের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় যে প্রায় সময় রতন সাহার দোকানের কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের দূরঘটনা হয়ে থাকে কিন্তু রতন সাহা তাদের কে কিছু বলে না এবং সেইও এই সবরে জন্য দায়ী। নয়ন মিয়া চিকিৎসাধীন থাকাকালী রতন সাহা এই পযর্ন্ত নয়ন মিয়াকে কোন প্রকার চিকিৎসার খরচ দেয়নি। এই ব্যপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply