বিশেষে প্রতিনিধি আমান উল্লাহ। কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা নামা সিদলা গ্রামের মৃত মুকসুদ আলী ছেলে মো রতন মিয়ার শেষ বসতস্থানে নির্মিত একটি দৌচালা ঘরের উপর তাদের প্রতিবেশী মৃত ইন্নছ আলীর ছেলে মো ছায়াম উদ্দিন এর একটি বিশাল কড়ই গাছের ডাল থাকা, রতন মিয়া ছায়াম উদ্দিকে কয়েকদিন ঐ গাছটির ডাল পালা কেটে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ছায়াম উদ্দিন তার কোন কথা শুনে নি।
গত ১৯/০৫/২০২২ ইং তারিখ রাত কাল বৈশাখী ঝড়ে ছায়াম উদ্দিনের গাছের ডাল পরে রতন মিয়ার বসত ঘর ভেঙ্গে চুড় মার করে ফেলে। রতন মিয়ার প্রতিবন্ধী ন্ত্রী সহ তিন সন্তান ঝড়ের মধ্যে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় এবং রতন মিয়ার ঘরের বিভিন্ন জিনিস পত্র ভেঙ্গে প্রায় আনুমানিক ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ক্ষতি সাধন হয়। এবং আরও জানা যায় যে রতন মিয়ার প্ররিবারের পাশে এলাকাবাসী কেউ তাদের পাশে দাড়ায় নি। এ ব্যাপারে হোসেনপুর নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোদ দায়ের করে বলে এলাকাবাসীর নিকট জানা যায়। প্রায় ৬ দিন ধরে এই পরিবারটি
Leave a Reply