-
- অন্যান্য, আন্তর্জাতিক, জাতীয়, জীবন-যাপন, সারাদেশ
- হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ
- Update Time : জুলাই, ৬, ২০২২, ১:২৫ অপরাহ্ণ
- 50 View
প্রতিনিধি : আমান উল্লাহ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। ২০২১-২২ অর্থবছরের রোপা আমন/২০২২-২৩ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, শ্রমীক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের নেতা হাকিম তানিম প্রমুখ।
More News Of This Category
Leave a Reply