প্রতিনিধি : আনোয়ার হোসেন নান্নু
কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ধুলিহর গ্রামে মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জব্বার বাদী হয়ে বিজ্ঞ হোসেনপুর সহকারী জজ আদালত, কিশোরগঞ্জ মামলা নং ০৫/২০২০ ইং তারিখে মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মৃত-আজা মিয়া দুই ছেলের নামে আমান হোসেন(৫৫), ও ফরিদ মিয়া(৪৫), এলাকা বাসির মাধ্যমে জানা যায় অবিবাহিত অবস্থায় হেলাল মৃত্যুবরন করায় তংস্থলবর্তী ওয়ারিশানগণের প্রাপ্য অংশ প্রতেকের নিজস্ব হিস্যা এবং হেলাল হইতে প্রাপ্য হিস্যার অংশ আলাল, জালাল, জব্বার সারে দশ শতাংশ ভূমির ধুলিহর মৌজার দাগ নং ১২৭৭ আর এস খতিয়ান নং ৪৮০ আব্দুল জব্বার নামে এজমালিতে লিপি বদ্দ হওয়া ২৮৮ নং থতিয়ানে নিঃস্বাত্ববান ও দখলবিহীন জিন্নতেরন্নেছা নামে বিবাদীগন দাবীর দাগের নিম্ন তপছিল ভূমিতে স্বত্বের কুতর্ক উত্থাপন করার উক্তি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সর জমিনে গিযে জানায়ায় যে উক্তভুমিতে প্রায় ৬০ বছর যাতব বসবাস করে আসছে মোঃ আব্দুর জব্বার প্রকাশ থাকে যে, মুসিলম ফরাজে ও জায়গা থাকা সত্তেও সুবিচার পাওয়ার জন গ্রাম্য শালিশ দরবার করেও কোন কাজে না আসায় সুবিচারের আশায় বর্তামানে বিজ্ঞ হোসেনপুর সহকারী জজ আদালত, কিশোরগঞ্জ মামলা দায়ের করেন মোঃ আব্দুল জব্বার
Leave a Reply