প্রতিনিধি এনামুল হক : “মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো” এ প্রতিপাদ্যে গত ২১ অক্টোবর শুক্রবার বিকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা সম্মেলন-২০২২ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টান উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহম্মেদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। জেলা কমিটির সভাপতি মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বপন ধর। বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল, সাপ্তাহিক পরশ পত্রিকার সম্পাদক নিজাম মল্লিক নিজু, সাপ্তাহিক আল মিনার পত্রিকার সাংবাদিক হাফিজুর রহমান হেলাল, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলার সভাপতি সৈেয়দ মুনিরুল হক নোবেল, নেএকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাষাণী, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, দি ডেইলি বাংলাদেশ টুডে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শাহ সারওয়ার জাহান প্রমুখ। অনুষ্টানে ময়মনসিংহ অঞ্চলের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার শতাদিক সাংবাদিক উপস্হিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সদস্য সচিব সাংবাদিক আরিফুল ইসলাম হাবিব।
Leave a Reply