জনতার ডেক্স :পুলিশের ওপর হামলা, পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।
তিনি বলেছেন, গত ৮ ডিসেম্বর পল্টন থানা দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে পুলিশের ওপর হামলার উস্কানিদাতা ও পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।
Leave a Reply