প্রতিনিধি আমান উল্লাহ : কিশোরগঞ্জের নিকলীর থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফের নেতৃত্বে এস আই ইকবাল, এ. এস আই সালামসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ রইছ উদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ী কে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতর হলেন, নিকলী দামপাড়া ইউনিয়নের মধ্যে দামপাড়া গ্রামের মৃত আঃ হাশেমের ছেলে রইছ উদ্দিন( ৫০)। জানা যায়, সোমবার দিবগত রাত ১১ টায় উপজেলার দামপাড়া তিন রাস্তা মোড় থেকে ২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী রইছ উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে । গ্রেপ্তারকৃত রুইছ উদ্দিন বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিকলী থানায় মামলা রুজু করে গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেন। এ ব্যাপারে নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করেন।
Leave a Reply