কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া : অদ্য ১৭/০৯/২০২২ ইং তারিখে তাড়াইল থানাধীন জাওয়ার ইউনিয়ন পরিষদে তাড়াইল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা এবং ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, করিমগঞ্জ সার্কেল, কিশোরগঞ্জ। এছাড়া তাড়াইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম, তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মিজানুর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইমদাদুল হক রতন, জাওয়ার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দসহ জাওয়ার ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পুলিশি সেবা নিয়ে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে মন্তব্য শোনা হয় এবং কিভাবে পুলিশি সেবাকে আরো জনবান্ধব করা যায় সে সম্পর্কে মতামত নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে জুয়া, বাল্যবিবাহ, ধর্ষণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের কুফল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
Leave a Reply