-
- অপরাধ, আইন ও আদালত, আন্তর্জাতিক, জাতীয়, জীবন-যাপন, বিশেষ খবর, রাজনীতি, সারাদেশ
- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম স্যার হোসেনপুর উপজেলা পরিদর্শন করেন৷
- Update Time : জুলাই, ২৭, ২০২২, ১:৪৫ অপরাহ্ণ
- 37 View
বিশেষ প্রতিনিধি আমার উল্লাহ : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম স্যার হোসেনপুর উপজেলা পরিদর্শন করেন৷ এবং সাথে ছিলেন হোসেনপুর উপজেলার সু যোগ্য ইউনু মহোদয় রাবেয়া পারভেজ তিনি হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর খোজখবর নেন এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা খানম মহোদয়, জনাব মোহাম্মদ সোহেল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, অফিসার ইন চার্জ জনাব মোঃ মাসুদ আলম, জনাব কামরুজ্জামান কাঞ্চন,চেয়ারম্যান, সিদলা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, জনাব প্রদীপ কুমার সরকার সাংবাদিক আমান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সিদলা ইউনিয়ন ভূমি অফিস ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। মান সম্মত শিক্ষা নিশ্চিত করে আগামী প্রজন্মকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান। পরিশেষে জেলা প্রশাসক মহোদয় হোসেনপুরের গাংগাটিয়া জমিদার বাড়ি ও মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী ( মানব বাবু) এর ফিশারিজ পরিদর্শন করেন।
More News Of This Category
Leave a Reply