প্রতিনিধি আনোয়ার হোসেন নান্নু: কিশোরগঞ্জে আলেকুন্নেসা যুব নারী সংগঠনের
উদ্যোগে নারী হেনস্তার প্রতিবাদে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকালে মানববন্ধনের নেতৃত্ব দেন উক্ত সংগঠনের সদস্য নিপা আক্তার।
বক্তব্য রাখেন ডাঃ সানা কর্তৃক হেনস্থা হওয়া নারী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, সংগঠনের সদস্য মনি আক্তার, ভোরের আলো সাহিত্য আসরের সাবেক সভানেত্রী স্বর্ণা আক্তার, সাবেক কাউন্সিলর প্রতিমা কর, সংগঠনের সদস্য ডলি আক্তার। মানববন্ধনে সঞ্চালনা করেন কিশোরগঞ্জ নারী হেনস্থাকারী প্রতিরোধ কমিটির সাংগঠনিক
সম্পাদক রুমা আক্তার।
উল্লেখ্য যে, বিগত ০৮ এপ্রিল ২০২২ সীমানার একটি গাছ কাটাকে বাধা দিতে গিয়ে সমাজকর্মী মির্জা মাহবুবা বেগ মৌসুমী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল
কলেজ এন্ড হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার গিয়াস উদ্দিন আরিফ সানা কর্তৃক হেনস্থার শিকার হয়। ডাঃ সানা নিজে ওই মাহবুবাকে টেনে হিচরে রাস্তায় ফেলে গলা চেপে ধরে ও শ্লীলতাহানির চেষ্টা করে। তৎসঙ্গে ডাঃ সানা চাঁদাবাজীর তিনটি মিথ্যা মামলা করে। মানববন্ধনে বক্তব্যরা এর তীব্র নিন্দা জানান এবং নারী হেনস্তা
কারী ডাঃ সানার বিচার দাবী করেন।
Leave a Reply