কিশোরগঞ্জ প্রতিনিধি : সাদেক মিয়া
কিশোরগঞ্জ: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে জামাত
শুরু হবে সকাল ৯টায়। ঈদ-উল-আযহার নামাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে
ঈদগাহ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মাঠ
পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার),
জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এ্যাড. এম.এ আফজল, সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাহ কমিটির সাধারণ
সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ
সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন, কিশোরগঞ্জ মডেল থানার
অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ প্রমুখ।
শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার সতর্কতা হিসেবে অতিরিক্ত নিরাপত্তার জন্য
বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ ও র্যাবের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েনসহ চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা
হয়েছে। তাছাড়াও মাঠে ওয়াচ টাওয়ার স্থাপন এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো
মাঠ মনিটরিং করা হবে। এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা
পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। ৬টি এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের
২টি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, জায়নামাজ ছাড়া কোনোভাবেই
মোবাইল ফোন ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। বিপুল উৎসাহ উদ্দীপনা ও
ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে ১৯৫তম ঈদের জামাতটি অনুষ্ঠিত করতে পারব। এ ঈদ
জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং বিকল্প ইমাম হিসেবে
থাকবেন মাওলানা সোয়াইব বিন আঃ রউফ। ৪টি ওয়াচ টাওয়ার থাকবে এর মধ্যে
২টি পুলিশের ও ২টি র্যাবের। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার
মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বোম ডিসপোসাল টিম, পুলিশের কুইক রেসপন্স
টিম, মাইন ডিটেক্টর ইউনিটসহ পুলিশের অন্যান্য টিম কাজ করে যাবে।
এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহনের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-
ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া এক্সপ্রেস’
নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস- ১ ভৈরব থেকে ছাড়বে
সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে
যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছবে দুপুর ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস- ২
ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায় কিশোরগঞ্জ পৌঁছবে সকাল
সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং
ময়মনসিংহে পৌঁছবে বেলা ৩টায়।
Leave a Reply