প্রতিনিধি এনামুল হক : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। হোসেনপুর উপজেলায় মোট ১৫ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হোসেনপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে,জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, উপপরিচালক( উপসচিব), স্থানীয় সরকার মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম ফরহাদ চৌধুরী মহোদয় , অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) জনাব নূরে আলম, ভিজিলেন্স টিমের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,হোসেনপুর পৌরসভার সম্মানিত মেয়র, ভাইসচেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সভাপতি আওয়ামিলীগ, সভাপতি পূজা উদযাপন পরিষদ হোসেনপুর শাখা, অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
জনাব মোহাম্মদ মাসুদ আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেনপুর থানা নেতৃত্বে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় আরো নিয়োজিত আছে আনসার সদস্য, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবক টিম।
সকলের আন্তরিক প্রচেষ্টায় উৎসবমূখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
Leave a Reply