প্রতিনিধি এনামুল হক :রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুলিশের সঙ্গে অস্ত্রহাতে থাকা ওই যুবকের অ্যাকশনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রথমে ধারণা করা হচ্ছিল ওই যুবক ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে একটি বাড়ির গেটের সামনে পুলিশভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন এক যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে।
Leave a Reply